২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আইনজীবী সাইফুল হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ

আইনজীবী সাইফুল হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচার এবং হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজ শেষে স্থানীয় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে হাজারো মুসল্লির একটি মিছিল বের হয়ে শহর ঘুরে মসজিদের সামনে এসে শেষ হয়।

মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবে পরাজিত শক্তি উগ্র হিন্দু সংগঠন ইসকনকে ব্যবহার করে দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করছে। তারা চট্টগ্রামে নিরপরাধ তরুণ আইনজীবী আলিফকে গলাকেটে করে হত্যা করেছে। তারা হামলা চালিয়ে মসজিদ ভাঙচুর করেছে। তাই ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধসহ অবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

সনাতনীদের উদ্দেশ্য করে বক্তারা বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আপনারা আমাদের ভাই, আপনাদেরকে সাথে নিয়ে আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গড়বো, ইনশাল্লাহ।’

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান খান, বাইতুল মুকাররম জামে মসজিদের ইমাম মাওলানা ছিদ্দিকুল্লাহ, কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি জুবায়ের প্রমুখ।


আরো সংবাদ



premium cement