২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বরিশালে জুলাই গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবির বিক্ষোভ

বরিশালে জুলাই গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবির বিক্ষোভ - ছবি : নয়া দিগন্ত

বরিশালে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেয়া ও জুলাই গণহত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষ্যে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।

এর আগে নেতা-কর্মীরা নগরীর জিলা স্কুল মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সমাবেশে অংশ নেয়।

এ সময় বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক গালিব আবদুল্লাহ ও পাঠাগার সম্পাদক ওয়াহেদুল ইসলাম আকিব, বরিশাল মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসান মাহমুদ নাইম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে। দেশের পরিবেশ অশান্ত করতে শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে। স্বৈরাচারের দোসররা দেশে সেই ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছে। দেশ ধংসের সব ষড়যন্ত্র ছাত্রসমাজ রুখে দেবে। বৈষম্যহীন দেশ গড়তে ছাত্র-জনতার অভ্যুত্থানকে ধারণ করে আন্দোলন চালিয়ে যাবেন বলেও মন্তব্য করেন বক্তারা।


আরো সংবাদ



premium cement