ববিতে চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে ইসকন নিষিদ্ধের দাবি
- ববি প্রতিনিধি
- ২৭ নভেম্বর ২০২৪, ১৬:১২
বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা এবং চট্টগ্রামে মসজিদে হামলা ও রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হত্যার প্রতিবাদে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ করা হয়।
এ সময় বিক্ষোভে ‘ফ্যাসিবাদের সঙ্গী, ইসকন তুই জঙ্গী’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগান দেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ বলেন, ‘হিন্দুত্ববাদ আর হিন্দু এক জিনিস নয়। ১৯৭১ সালের পর থেকে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ আমরা ভাই ভাই হয়ে বসবাস করে আসছি। বিশ্বের কাছে আমাদের অসাম্প্রদয়িক দেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তুলে ধরতে ইসকন ও ভারত যে আগ্রাসন চালিয়ে যাচ্ছে তা আমরা হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ সকলে মিলে রুখে দিবো।’
তিনি বলেন, আমরা এই বিক্ষোভ থেকে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।
শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, ‘আমাদের দেশ ও দেশের মানুষকে নিয়ে পাশের রাষ্ট্র ও তাদের মদদপুষ্ট সংগঠন ইসকন বিভিন্ন ষড়যন্ত্রে করে যাচ্ছে। তাদের নির্মূল না করে ছাত্র-জনতা ঘরে ফিরবে না।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা