২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ভূমি কর্মকর্তা নিহত

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ভূমি কর্মকর্তা নিহত - ছবি : প্রতীকী

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এনা পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: গোলাম মাওলা নামে এক ভূমি কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের করমজাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটিকে আটক করলেও ড্রাইভার পালিয়ে গেছেন।

গোলাম মাওলা পটুয়াখালী পৌরসভা এলাকার ছোট চৌরাস্তার মরহুম মো: আব্দুল মান্নানের ছেলে। তিনি কলাপাড়া উপজেলার নয়াকাটা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে।

পটুয়াখালী জেলা ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক (প্রশাসন) মো: মাহবুব উজ্জ্বল জানান, ‘কলাপাড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাসের সাথে কলাপাড়াগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই গোলাম মাওলা মারা যান।’

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি কৌশিক আহমেদ বলেন, এ বিষয়ে আমি ইতোমধ্যে জেনেছি। ঘটনাস্থলে যাচ্ছি।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইমতিয়াজ আহমেদ জানান, ‘নিহতদের লাশ উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনিব্যবস্থা নেয়া হচ্ছে।’


আরো সংবাদ



premium cement

সকল