২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আদালতে আ’লীগ নেতার ওপর ডিম নিক্ষেপ, কারাগারে প্রেরণ

ঝালকাঠিতে আ’লীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ - ছবি : নয়া দিগন্ত

ঝালকাঠির রাজাপুরে বিএনপি অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা মামলায় রাজাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মনিরউজ্জামান মনিরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ সময় বিএনপি সমর্থিত কয়েকজন ব্যক্তি তার ওপর ডিম নিক্ষেপ করেন।

সোমবার (২৫ নভেম্বর) সকালে ঝালকাঠির আদালতে আত্মসমর্পণ করলে আদালতের বিচারক রাহিবুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, ২০২২ সালের ২৪ মে রাজাপুর উপজেলা বিএনপি অফিসে হামলা, ভাংচুর, লুটপাট, আগুন লাগানো ও বোমা বিস্ফোরণের অগিযোগ দায়ের হওয়া মামলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামানকে আসামি করা হয়। এ মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন তিনি। জামিনের মেয়াদ শেষে তিনি ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আওয়ামী লীগ সরকার পতনের পরে রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকন গত ২৯ আগস্ট রাজাপুর থানায় এ মামলাটি দায়ের করেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বনি আমিন বাকলাই এ তথ্য নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement

সকল