২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৫৩ বছরে শোষণ-বঞ্চনার রাষ্ট্র পেয়েছি : মাসুদ সাঈদী

দ্বি-বার্ষিক সম্মেলনের এক সভায় মাসুদ সাঈদী - ছবি : নয়া দিগন্ত

৫৩ বছরে শোষণ-বঞ্চনার রাষ্ট্র পেয়েছি বলে মন্তব্য করেছেন আল্লামা দে‌লাওয়ার হো‌সাইন সাঈদীর ছেলে ও পি‌রোজপুর-১ আসনের বাংলাদেশ জা‌মায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী। তিনি বলেন, বিগত দিনে যারা রাষ্ট্রের শাসক ছিলেন তারা ন্যায় ইনসাফ তো দূরের কথা বরং শোষণ-বঞ্চনায় ভরপুর একটি রাষ্ট্র আমাদের এ জাতিকে উপহার দিয়েছেন।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে টাউন ক্লাব মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখা দ্বি-বার্ষিক সম্মেলনের এক সভায় তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, ‘১৬ বছরে দেশের সম্পদ, দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সোনা তামা হতে দেখেছি, দেখেছি বিদেশে বেগম পাড়া হতে। নীতি নৈতিকতা বিবর্জিত রাজনৈতিক নেতৃত্বের কারণে এটি সম্ভব হয়েছে।’

তিনি বলেন, ‘জুলাই-আগস্টে যে ছাত্র-জনতার গণবিপ্লব সংঘটিত হয়েছে, তা মাত্র ৩৬ দিনের আন্দোলনের ফসল নয়। এ গণঅভ্যুত্থানে বিগত ১৭ বছর বাংলার শ্রমিক, ছাত্র-জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সংগ্রামের ফসল।’

তিনি আরো বলেন, ‘এদেশের খেটে খাওয়া মানুষ বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে দেখতে চান। চান সংবিধানের আলোকে সমান অধিকার।’

দে‌লাওয়ার হো‌সাইন সাঈদীর ছেলে বলেন, ‘এ পিরোজপুরের মাটিতে আমরা নতুন করে আর কোনো জালেম স্বৈরাচারকে দেখতে চাই না। এ পিরোজপুরে আর কোনো চাঁদাবাজি দেখতে চাই না। আর কোনো টেন্ডারবাজি দেখতে চাই না। কোনো শ্রমিকের কাছ থেকে টাকা আদায় হয়েছে তা দেখতে চাই না। আমরা চাই একটি শান্তিপূর্ণ পিরোজপুর।’

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা সভাপতি মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাওলানা হারুন অর রশিদ খান, প্রধান বক্তা ছিলেন মো: আলহাজ্ব কবির আহমেদ, কেন্দ্রীয় সহ-সভাপতি ও অঞ্চল পরিচালক বাংলাদেশ শ্রমিক কল্যাণ বরিশাল অঞ্চল। বিশেষ অতিথি জামায়াতের জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক।


আরো সংবাদ



premium cement