২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কথা বলতে না দেয়ায় বাস ডোবায় ফেলল চালক, হতাহত ৭

কথা বলতে না দেয়ায় বাস ডোবায় ফেলল চালক, হতাহত ৭ - নয়া দিগন্ত

আত্মীয়ের সাথে কথা বলতে না দেয়ায় ক্ষুব্ধ হয়ে ডোবায় বাস ফেলেছেন চালক। এ সময় বাসের ধাক্কায় নিহত হয়েছেন সাইদুল হাওলাদার (৩৭) নামের এক ভ্যানযাত্রী। এছাড়া আহত হয়েছে শিশুসহ অন্তত ছয়জন।

শনিবার (২৩ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের টরকী নিলখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইদুল উপজেলার ধানডোবা গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে।

শ্রাবনী পরিবহনের বরগুনাগামী ওই বাসের যাত্রী সাথী আক্তার জানান, অনেকক্ষণ ধরে বাসে থাকা আত্মীয়ের সাথে কথা বলছিলেন চালক। চলন্ত অবস্থায় চালককে এভাবে কথা বলতে দেখে বাধা দেয় যাত্রীরা। এ নিয়ে মহাসড়কের গৌরনদী আরিফ ফিলিং স্টেশন এলাকায় এলে বাস থামিয়ে যাত্রীদের সাথে ক্ষিপ্ত হয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে বাসচালক। এ ঘটনার পরই নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি ভ্যানকে ধাক্কা দিয়ে দোকান ভেঙে ডোবায় পড়ে যায় বাসটি।

তিনি উল্লেখ করেন, ‘আমি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছি।’

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: বিপুল হোসেন যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শ্রাবনী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দিয়ে দোকান ভেঙে ডোবায় পড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানযাত্রী সাইদুলকে মৃত ঘোষণা করেন। এছাড়াও ভ্যানের চালক জাহিদ বিশ্বাসকে গুরুত্বর অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুর রহমান জানান, ‘দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।’


আরো সংবাদ



premium cement
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সকলেই ন্যায় বিচার পাবেন : মোবারক হোসেন জয়সাওয়ালের রেকর্ড ছক্কার দিনে পার্থে দাপট ভারতের তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহার না করলে আন্দোলনের হুমকি ‘বাবা বলে ডাকতে পারি না’ বিএনপি নির্বাচন চায় দেশকে রক্ষার জন্য : মির্জা ফখরুল জাতীয় ঐক্যের মধ্যদিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে : গোলাম পরওয়ার সাঙ্গু নদীতে নৌকা বাইচের মাধ্যমে শুরু হলো বান্দরবানে সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা ফার্মগেটে ৭ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ইউক্রেনের ডনেটস্ক অঞ্চলের গ্রামগুলো নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া পর্ণো তারকাকে অর্থ দেয়ার মামলা খারিজের আবেদনের অনুমতি পেলেন ট্রাম্প দোহারে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর নামে ছাত্রলীগ নেতার মামলা

সকল