২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঝালকাঠিতে থানায় মামলা করতে গিয়ে গ্রেফতার শাহজাহান ওমর

শাহজাহান ওমর - ছবি : নয়া দিগন্ত

ঝালকাঠির রাজাপুরে ব্যারিস্টার শাহজাহান ওমরের (বীর উত্তম) গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই নিয়ে তিনি মামলা করতে গেলে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকের এ হামলায় মামলা দিতে গেলে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। এর আগে, বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে একটি গ্রুপ উপজেলা সদরের তার বাসভবনে হামলা ও ভাঙচুর করে।

জানা গেছে, বৃহস্পতিবার বিএনপি থেকে আওয়ামী লীগে যাওয়া সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান রাজাপুরে সফর করবেন। আগাম খবরে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করে। এ সময় শাহজাহানের বাড়িতে কিছু ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

শাহজাহান সকাল ৯টার দিকে রাজাপুরে প্রবেশ করতে চাইলে তার গাড়িতে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এতে তার গাড়ি ধ্বংসস্তপে পরিণত হলে শাহজাহান ওমর আহত হন। পরে আহতাবস্থায় ১০টার দিকে রাজাপুর থানায় মামলা দিতে গেলে বিএনপির নেতাকর্মীরা থানা ঘেরাও করেন। পরে কাঠালিয়া থানার মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।

ব্যারিস্টার শাহজাহান ওমর জানান, ‘আমি সাংগর গ্রামের বাড়িতে বোনের কবরস্থানে কাজ করাতে এসে হামলার শিকার হয়েছি। আমার গাড়ি ভাঙচুর হয়েছে। ইচ্ছে ছিল লেবুখালী ক্যান্টনমেন্টে স্বশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করার। কিন্তু এখন তো আমার গাড়ি নাই, কিভাবে সেখানে যাবো। আমি ক্ষতিগ্রস্ত হওয়ায় থানায় আসছিলাম মামলা দিতে। পুলিশ বলছে, কাঠালিয়া থানার একটি মামলায় আমাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আমি মামলার বিষয়ে জানতাম না।’

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সাবেক এমপি ব্যরিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার করা হয়েছে। তার নামে কাঠালিয়ায় একটি নিয়মিত মামলা রয়েছে। তাকে আজ দুপুরে গ্রেফতার করে ঝালকাঠি জেল হাজতে পাঠানো হয়েছে।’

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, থানার বাইরে অবস্থান নেয়া বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেয়া হয়েছে। থানার ভেতরে শাহজাহান ওমর আছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement