২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বরিশালে হত্যার অভিযোগে সন্তানসহ গ্রেফতার ৩

বরিশালে হত্যার অভিযোগে সন্তানসহ গ্রেফতার ৩ - ছবি : প্রতীকী

বরিশালে কাঠমিস্ত্রি আনিচুর রহমানকে (৪১) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে প্রধান আসামি আলভীসহ (২৩) তার মা-বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২০ নভেম্বর) দুপুরের দিকে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন উপ-কমিশনার (উত্তর) রুনা লায়লা।

জানা গেছে, গ্রেফতারের পর আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামি সুমন ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন বরিশাল সদর উপজেলার চরআবদানী এলাকার বাসিন্দা মো: আলভী (২৩) এবং তার বাবা শরীফুল ইসলাম সুমন (৪২) ও মা ঝুমুর বেগম (৩৭)।

পুলিশ জানায়, গত ৩০ নভেম্বর রাতে বরিশাল সদর উপজেলার চরআবদানী এলাকায় আলভী তার মা-বাবার সহযোগিতায় একই এলাকার বাসিন্দা আনিচুর রহমানের (৪১) পেটে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় আনিচুর মারা গেলে তার স্ত্রী ছনিয়া বেগম গত ৫ নভেম্বর কাউনিয়া থানায় একটি হত্যা মামলা করেন। এরপর মামলার ২ নম্বর আসামি শরীফুল ইসলাম সুমনকে (৪২) ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্যে ভারতে পালানোর আগে নওগাঁ থেকে সুমনের ছেলে ও মামলার প্রধান আসামি মো: আলভী এবং ৩ নম্বর আসামি সুমনের স্ত্রী ঝুমুর বেগমকে (৩৭) গ্রেফতার করা হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, ‘আসামিদের গ্রেফতার ও হত্যায় ব্যবহৃত ছুড়িসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনিব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement