২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ন ১৪৩০, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘প্রশাসন জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করবে’

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সরফুদ্দিন আহমেদ সান্টু - ছবি : নয়া দিগন্ত

প্রশাসন জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করবে মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এস সরফুদ্দিন সান্টু বলেছেন, ‘প্রশাসনকে জনগণের সেবা করতে হবে। জনগণের টাকায় বেতন-ভাতা হয়। প্রশাসন হবে নির্দলীয়। যে দলই আসুক না কেন তারা জনগণের জন্য কাজ করবে। দেশের জন্য কাজ করবে।’

বুধবার (২০ নভেম্বর) বরিশাল রিপোর্টার্স ইউনিটির হল কক্ষে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরফুদ্দিন সান্টু বলেন, ‘সাংবাদিকরা জাতির বিবেক। বিগত দিনে জাতির বিবেক হিসেবে সাংবাদিকরা মর্যাদা পায়নি। সমাজে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকরা ভালো কিছু লিখলে জাতির জন্য উন্নয়ন হবে। সাংবাদিকদের সহযোগিতা ছাড়া দেশ গড়া সম্ভব নয়। জাতীয় স্বার্থে সাংবাদিকরা এক হলে দেশের উন্নয়ন সম্ভব।’

তিনি বলেন, ‘স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। প্রকৃত ইতিহাসকে বিকৃত করা যায় না। স্বাধীনতার ইতিহাস অতীতে যেভাবে বিকৃত হয়েছে সেটা যেন ভবিষ্যতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’

সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে। সময় না দিলে কোনো কিছু করা সম্ভব নয়। এখন নির্বাচন কমিশন নেই। আগে নির্বাচন কমিশন গঠন করতে হবে। সেক্ষেত্রে তাদেরকে সময় দিতে হবে। তারা সংস্কারের কাজ করছে।’

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপনের সভাপতিত্বে ও
বিআরইউ সাবেক সভাপতি সুশান্ত ঘোষের সঞ্চালনায় মিট দ্য রিপোর্টার্সে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, জেলা যবদুলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহাম্মেদ বাবলুসহ জাতীয়, স্থানীয় ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।


আরো সংবাদ



premium cement
উস্কানিতে কান না দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান উপদেষ্টা আসিফের বৃহস্পতিবার ঢাকা ও সিটি কলেজে সব ক্লাস বন্ধ আলেমরাই একদিন এ দেশের নেতৃত্ব দেবে : ধর্ম উপদেষ্টা গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত সাফজয়ী মনিকা চাকমাকে সংবর্ধনা দিলো সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন কপ-২৯ সম্মেলনে পর্যাপ্ত জলবায়ু অর্থায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানোর কাজ শুরু হবে ১০ ডিসেম্বর : আইন উপদেষ্টা ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ২৪ বাংলাদেশী সিলেটে ডিবির হাতে ১৪৫ বস্তা চোরাই চিনিসহ আটক ৪ ঢাকা ও সিটি কলেজের সংঘর্ষ, ৩৬ শিক্ষার্থী হাসপাতালে শ্রীমঙ্গলে ২ দিনব্যাপী তথ্য মেলা উদ্বোধন

সকল