২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ন ১৪৩০, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গৌরনদীতে গাঁজাসহ পিকআপচালক গ্রেফতার

- ছবি : নয়া দিগন্ত

বরিশালের গৌরনদী উপজেলায় পিকআপের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে মাদক পরিবহনকালে ১৪ কেজি গাঁজাসহ পিকআপচালক শাহ আলম ওরফে আলমগীর (৪০) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গৌরনদী উপজেলার ইল্লা এলাকার ইল্লা মা ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

গ্রেফতার শাহআলম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের শহিদের ছেলে বলে জানা গেছে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, শাহআলম কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় পিকআপের মধ্যে বিশেষ ব্যবস্থায় লুকিয়ে রাখা ১৪ কেজি গাঁজাসহ মাদককারবারি শাহ আলম ওরফে আলমগীরকে গ্রেফতার করা হয়।

বুধবার সকালে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক সুদেব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার মাদককারবারির বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদককারবারি ও মাদক কারবারে ব্যবহৃত পিকআপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইউনুস মিয়া বলেন, শাহ আলমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement

সকল