‘মেজর জলিলকে বীর উত্তম খেতাবে ভূষিত করতে হবে’
- উজিরপুর (বরিশাল) সংবাদদাতা
- ১৯ নভেম্বর ২০২৪, ২৩:৫৪
মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলকে বীর উত্তম খেতাবে ভূষিত করতে হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত মেজর এম এ জলিলের ৩৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠানে তিনি দাবি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেজর এম এ জলিল স্মৃতি সংরক্ষণ কমিটির উজিরপুর উপজেলা শাখার সদস্য সচিব ডা. মো: আব্দুর রহিম। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার সিদ্দিকুর রহমান।
সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা নবম সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলকে বীর উত্তম পদে ভূষিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: নুরুল আলম ফরিদ, উপজেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন খান, পৌর বিএনপির আহ্বায়ক মো: শহীদুল ইসলাম খান।
উদ্ধোধনী বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক এম জাকারিয়া। এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: রফিকুজ্জামান লিটন, উপজেলা জামায়াত ইসলামের সাবেক আমির অধ্যাপক আফতাব উদ্দীন আহমেদ, মেজর এম এ জলিল স্মৃতি সংরক্ষন কমিটির যুগ্ম আহ্বায়ক বাচ্চু ফকির।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বাসদের সমন্বয়ক মঞ্জুর মুন্সী, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, মো: আয়নাল হক হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: শাহীন সিকদার, ইকবাল বাহার মোল্লা, বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: মঞ্জু খান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: গিয়াস উদ্দিন আকন, সদস্য সচিব মো: রোকনুজ্জামান টুলু, উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: এমদাদুল কাশেম সেন্টু প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা