২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ন ১৪৩০, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘মেজর জলিলকে বীর উত্তম খেতাবে ভূষিত করতে হবে’

বক্তব্য রাখছেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু - ছবি : নয়া দিগন্ত

মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলকে বীর উত্তম খেতাবে ভূষিত করতে হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত মেজর এম এ জলিলের ৩৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠানে তিনি দাবি জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেজর এম এ জলিল স্মৃতি সংরক্ষণ কমিটির উজিরপুর উপজেলা শাখার সদস্য সচিব ডা. মো: আব্দুর রহিম। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার সিদ্দিকুর রহমান।

সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা নবম সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলকে বীর উত্তম পদে ভূষিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: নুরুল আলম ফরিদ, উপজেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন খান, পৌর বিএনপির আহ্বায়ক মো: শহীদুল ইসলাম খান।

উদ্ধোধনী বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক এম জাকারিয়া। এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: রফিকুজ্জামান লিটন, উপজেলা জামায়াত ইসলামের সাবেক আমির অধ্যাপক আফতাব উদ্দীন আহমেদ, মেজর এম এ জলিল স্মৃতি সংরক্ষন কমিটির যুগ্ম আহ্বায়ক বাচ্চু ফকির।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বাসদের সমন্বয়ক মঞ্জুর মুন্সী, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, মো: আয়নাল হক হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: শাহীন সিকদার, ইকবাল বাহার মোল্লা, বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: মঞ্জু খান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: গিয়াস উদ্দিন আকন, সদস্য সচিব মো: রোকনুজ্জামান টুলু, উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: এমদাদুল কাশেম সেন্টু প্রমুখ।


আরো সংবাদ



premium cement
আদানির বিদ্যুৎ নিয়ে অনুসন্ধান কমিটির নির্দেশ হাইকোর্টের ভারতকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে হাসিনাকে নির্বাচন বিলম্বিত করার শঙ্কা বাড়ছে বিএনপিতে নর্থ মেসিডোনিয়ায় ২০ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ খুঁড়িয়ে চললেও কোনো ব্যাংক বন্ধ হবে না : অর্থ উপদেষ্টা মানবসম্পদ উন্নয়নে কাঠামোগত সংস্কার ও জাতীয় উদ্যোগ জরুরি অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি নিশ্চিত ছাড়া সংস্কার কাজে লাগবে না : তারেক অতি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেয়া হবে : আইন উপদেষ্টা বাতিল কারিকুলামে ৮২৮ কোটি টাকার নিষ্ফল প্রশিক্ষণ প্রধান উপদেষ্টার বিশেষ রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধি হলেন খলিলুর রহমান সশস্ত্রবাহিনী দিবস কাল

সকল