১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বরিশালে আ’লীগ নেত্রী কোহিনুর গ্রেফতার

কোহিনুর বেগম গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র ও একাধিকবারের কাউন্সিলর এবং মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগমকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে নগরের ভাটিখানা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

তিনি জানান, ‘গত ৪ আগস্ট বিএনপির দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুরসহ মোট চারটি নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগম। এছাড়া তার বিরুদ্ধে আরো কোনো মামলা রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত ওই মামলাগুলোতে তাকে গ্রেফতার করা হয়েছে।’

উল্লেখ্য, কোহিনুর বেগম বিসিসির সংরক্ষিত (আসন-৩) ৭, ৮, ৯ ওয়ার্ডের একাধিকবার কাউন্সিলর ছিলেন। এছাড়া তিনি বরিশাল মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পতন হওয়া আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাত ভাই ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের পরিষদের প্যানেল মেয়র ছিলেন তিনি।


আরো সংবাদ



premium cement