হাসিনাকে খুশি করতে পুলিশ দেশকে ধ্বংস করেছে : মেজর হাফিজ
- তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা
- ১৭ নভেম্বর ২০২৪, ২২:৫৪
হাসিনাকে খুশি করতে পুলিশ দেশকে ধ্বংস করেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন বলেছেন, ‘আমরা দেশে নির্বাচিত জনগণের সরকার দেখতে চাই। তা না হলে ছাত্র-জনতার আন্দোলন ব্যর্থ হয়ে যাবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য সংগ্রাম করেছে বিএনপি। এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে বিএনপির দু’হাজারের বেশি নেতা-কর্মী জীবন দিয়েছে।’
তিনি বলেন, ‘এদেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে হলে জনগণকে সম্পৃক্ত করতে হবে। তাদের সম্মতিতে কাজ করতে হবে। আশা করছি, অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ে ব্যবস্থা নিবে। আমরা চাই এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক।’
রোববার (১৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে তজুমদ্দিন উপজেলা ছাত্রদল, সরকারি কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে ডাক বাংলো হলে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপজেলা ছাত্রদল আহ্বায়ক মো: মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্যসচিব ওমর আসাদ রিন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম মহিবুল্যাহ নাগর প্রমুখ।
তিনি বলেন, ‘বাংলাদেশের আন্দোলন বিশ্ববাসীকে আকর্ষণ করেছে। তারা দেখেছে বাঙালিরা সাহসী জাতি। জুলাই-আগস্টের শহীদদের আত্মত্যাগকে সফল করতে হবে। আশা করছি, সরকার আগামী মার্চ-এপ্রিলের মধ্যে দেশে নির্বাচন দিবে।’
তিনি আরো বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সিন্ডিকেট ভাঙতে না পারায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। নির্বাচিত সরকার থাকলে সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা