১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আমতলীতে জমি নিয়ে বিরোধে নারীকে কুপিয়ে জখম

আমতলীতে জমি নিয়ে বিরোধে নারীকে কুপিয়ে জখম - ছবি : প্রতীকী

বরগুনার আমতলীতে জমি নিয়ে বিরোধে ফাতেমা বেগম (৫০) নামের এক নারীকে প্রতিপক্ষ লোকজনে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকালে আমতলী পৌর শহরের খোন্তাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আমতলী পৌর শহরের খোন্তাকাটা এলাকার আলম মাদবরের জমি আমির সিকদার, ফরিদ সিকদার ও আব্দুল করিম মুন্সি দলিল মুলে ক্রয় করেন।

আমির সিকদার ও ফরিদ সিকদারের দাবি, ‘১৯৯৮ সালে তারা আলম মাদবরের কাছ থেকে ২১ শতাংশ জমি ক্রয় করেছেন। ওই জমিতে করিম মুন্সি জোরপূর্বক ঘর নির্মাণ করেছেন।’

অন্যদিকে, আব্দুল করিম মুন্সির দাবি, ‘২০০৪ ও ২০০৬ সালে আলম মাদবরের কাছ থেকে তিনি ৪০ শতাংশ জমি ক্রয় করেছেন। তার জমিতে তিনি ঘর নির্মাণ করেছেন।’

স্থানীয়রা জানায়, ‘আলম মাদবর তার জমির চেয়ে বেশি জমি বিক্রি করেছেন। এখন যারা জমি ক্রয় করেছেন তারা দ্বন্ধ করছেন। ওই জমি নিয়ে দ্বন্ধের জের ধরে শনিবার সকালে দু’পক্ষের মধ্যে কথাকাটি হয়। এক পর্যায় করিম মুন্সির লোকজন আমির সিকদারের বোন ফাতেমা বেগমকে কুপিয়ে গুরুতর জখম করেছে।’

আব্দুল করিম মুন্সির অভিযোগ, ‘শনিবার সকালে আমির সিকদার শতাধিক লোকজন নিয়ে এসে তার ঘর ভেঙে নিয়ে গেছে।’

আমির সিকদারের অভিযোগ, ‘করিম মুন্সি তিনি তার লোকজন দিয়ে ঘর ভেঙে নিয়েছে। ওই সময় তার বোনকে তারা কুপিয়ে জখম করেছে।’

আহত ফাতেমা বেগম বলেন, ‘ঘর ভেঙে নিয়ে যাচ্ছিল করিম মুন্সির লোকজন। আমি তা দাঁড়িয়ে দেখতেছিলাম। এমন সময় তার লোকজন এসে আমাকে কুপিয়ে জখম করেছে।’

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: মনিরুজ্জামান খাঁন বলেন, ‘ফাতেমা বেগমকে যথাযথ চিকিৎসা দিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) বরিশাল হাসপাতালে পাঠানো হয়েছে।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুর রহমান আরিফ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে লাশ উদ্ধার সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ মেনে নেবে না : তারেক রহমান পোপ ফ্রান্সিস-ড. ইউনূসের নামে যৌথ উদ্যোগ চালু করল ভ্যাটিকান আদর্শ জাতি গঠনে শিক্ষক সমাজকে অবদান রাখতে হবে : মুহাম্মদ শাহজাহান আদালতে মুখ খোলেননি মুনতাহা হত্যা মামলার প্রধান আসামি মার্জিয়া দ্রুত নির্বাচনের ব্যবস্থা করাই দেশের জন্য কল্যাণকর : মির্জা ফখরুল শহীদ জিয়া কমপ্লেক্স নির্মাণসহ ১৯ দফা দাবি ইবি ছাত্রদলের ‘আমার ছেলেকে কেন পাখির মতো গুলি করে হত্যা করা হলো?’ মনোহরদীতে চোর সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা আমেরিকা নিজের দুর্বল হয়ে যাওয়ার কথা স্বীকার করছে : ইরান শহীদ জিয়া কমপ্লেক্স নির্মাণসহ ১৯ দফা দাবি ইবি ছাত্রদলের

সকল