চরফ্যাশনে বয়লার মেশিন বিস্ফোরণে নিহত ১, আহত ২
- চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
- ১৫ নভেম্বর ২০২৪, ১৬:৪০
ভোলার চরফ্যাশনে ধান সিদ্ধ করার বয়লার (হাস্কিং) মেশিন বিস্ফোরণে আল আমিন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিল মালিক মনির ও শ্রমিক ফিরোজ গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৫ নভেম্বর) ভোর ৫টায় উপজেলার ২ নম্বর ওয়ার্ড চর আফজান গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীরা জানান, ‘আজ শুক্রবার ভোর ৫টার দিকে হঠাৎ বিকট শব্দে ঘটনাস্থলে এসে দেখি তিনজন পড়ে আছেন। তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মধ্যে আল আমিনকে মৃত ঘোষণা করেন। অপর দু’জনের মধ্যে ফিরোজের অবস্থা আশঙ্কাজনক দেখে বরিশালে রেফার করা হয়েছে। বয়লার মিল মালিক মনিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘তিন দিন হলো নতুন করে এ বছরের জন্য ধান সিদ্ধ করার চুল্লি ঠিক করা হয়। প্রতি দিনের মতো তারা তিনজন ধান সিদ্ধ করতে চুল্লিতে আগুন ধরাতে গিয়ে এ বিস্ফোরণ ঘটে।’
চরফ্যাশন সার্কেলের এএসপি মেহেদী হাসান জানান, ‘আমি ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা খতিয়ে দেখতেছি মিল কর্তৃপক্ষের কোনো অবহেলা ছিল কিনা।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা