০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

ভান্ডারিয়ায় যাত্রী সঙ্কটে লঞ্চ চলাচল বন্ধ

ভান্ডারিয়া-হুলারাট-ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধ - ছবি : নয়া দিগন্ত

পিরোজপুরে যাত্রী কমে যাওয়ায় ভান্ডারিয়া-হুলারাট-ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। কোনো ঘোষণা ছাড়াই লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘাটে এসে ফিরে যাচ্ছেন যাত্রীদের অনেকেই।

বুধবার (১৩ নভেম্বর) ভান্ডারিয়া লঞ্চঘাটের সুপারভাইজার শাহজাহান এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

শাহজাহান জানান, ‘গত পাঁচ মাস ধরে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। যাত্রীরা ও ব্যবসায়ীরা মালামাল নিয়ে ঘাটে এসে ফিরে যাচ্ছেন।’

স্থানীয়রা জানান, ‘লঞ্চ চলাচল বন্ধ থাকায় ক্রেতার সঙ্কটেও বিপাকে পড়েছেন ঘাটের দোকানদাররা। ভান্ডারিয়া-হুলারাট-ঢাকা রুটে অন্তত একটি লঞ্চ চালু রাখার দাবি জানান তারা।’

জানা যায়, কিছুদিন আগেও পিরোজপুরের ভান্ডারিয়া থেকে দু’টি, তুষখালী থেকে একটি ও নাজিরপুর বৈঠাকাটা থেকে একটি করে মোট চারটি লঞ্চ ঢাকা-পিরোজপুর নৌরুটে চলাচল করত। চলত একটি স্টিমারও। ফলে প্রতি দিন লঞ্চঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা যেত। তবে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে লঞ্চে যাত্রীর সংখ্যা কমতে থাকে। সবশেষ, ভান্ডারিয়া-হুলারাট-ঢাকা রুটে দু’টি লঞ্চ চললেও, যাত্রী সঙ্কটে সম্প্রতি তাও বন্ধ করে দেয় মালিকপক্ষ।

অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায় বলেন, ‘সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় নৌপথে যাত্রী কমেছে। তবে জেলার কৃষিসহ বিভিন্ন পণ্য পরিবহনের ক্ষেত্রে লঞ্চ ব্যবহার করা যেতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, কম সময়ে সহজে যাতায়াতের জন্য মানুষ বেছে নিচ্ছেন সড়কপথ।’


আরো সংবাদ



premium cement
সিরাজ সিকদার-আবু সাইদ হত্যা একই সূত্রে গাঁথা : রাশেদ প্রধান আন্দোলনে আহত রাতুলকে আর্থিক সহায়তা দিলো বিজিবি গাবতলীতে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএমএমইউ পরিচালকের পদত্যাগে আলটিমেটাম রাবিতে পোষ্য কোটা বাতিল কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার ২০২৫ সেশনের জন্য ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কচির পদ স্থগিত দুই জেলায় বিএনপির কমিটি বিলুপ্ত, একটিতে স্থগিত সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরিবেশগত ছাড়পত্র দেয়া হবে : পরিবেশ উপদেষ্টা রোববারের মধ্যে বাংলাদেশ-ভারতে আটক জেলে প্রত্যাবাসন প্রক্রিয়া শেষ হবে

সকল