পিরোজপুরে ২২ বছর পর যাবজ্জীবন কারাদণ্ডের আসামি গ্রেফতার
- পিরোজপুর প্রতিনিধি
- ১৩ নভেম্বর ২০২৪, ১৭:০৫
পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে যাবজ্জীবন কারাদণ্ডের ২২ বছর পর কুদ্দুস হাওলাদার (৫৬) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) উপজেলার বানিয়ারী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, ঝালকাঠি থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক মামলায় কুদ্দুস হাওলাদারকে আদালত ১৯৯৯ সালের ২ ফেব্রুয়ারি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার অর্থদণ্ড দেন। তিনি দীর্ঘ ২২ বছর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন যায়গায় নাম পরিচয় গোপন রেখে আত্মগোপনে ছিলেন।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ আল ফরিদ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফোর্স নিয়ে বানিয়ারী এলাকায় অভিযান চালিয়ে আসামি কুদ্দুসকে গ্রেফতার করা হয়েছে।’
তিনি জানান, ‘গ্রেফতারের পর তাকে পিরোজপুরের আদালতে পাঠানো হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা