১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এক যুগ পরে দেশে ফিরছেন নিউইয়র্ক বিএনপি নেতা সেলিম রেজা

নিউইয়র্ক বিএনপি নেতা সেলিম রেজা - ছবি : নয়া দিগন্ত

দীর্ঘ একযুগ পর অবশেষে দেশে ফিরছেন নিউইয়র্ক বিএনপি নেতা সেলিম রেজা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ধীরে ধীরে দেশে ফিরতে শুরু করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

জানা গেছে, আগামী ১৬ নভেম্বর স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্র নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।

আরো জানা গেছে, বিগত সরকারের সময় হাবিবুর রহমান সেলিম রেজার মা মারা যাওয়ায় তিনি দেশে ফিরে মায়ের দাফন ও কবর জিয়ারত করতে পারেননি। আমেরিকায় তিনি হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেয়ায় তার ওপর হুলিয়া জারি করায় দেশে আসতে পারেননি।

হাবিবুর রহমান সেলিম রেজা জানান, ‘দেশ স্বাধীন হলেও আমরা এখনো পূর্ণাঙ্গ স্বাধীনতা পাইনি। আমাদের দল এখনো ক্ষমতায় আসেনি। আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যম নতুন সরকার গঠন হবে। তবে নির্বাচন অনেক কঠিন হবে, এখনই খুশি হওয়ার কিছু নেই। দলের প্রতি সম্মান রাখতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে চলতে হবে। সবাই মিলে নির্বাচনে বিজয় এনে সরকার গঠন করতে পারলে ইনশাল্লাহ দেশনেতা তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাবো।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার প্রতিহিংসা পরায়নতার শিকার হয়ে আমি এক যুগ দেশে ফিরতে পারিনি। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাওয়ার ফলে এখন স্বাধীন দেশে ফিরতে পারব। দেশে ফিরে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক নেতাসহ সবার সাথে দেখা-সাক্ষাৎ হবে, এটা ভেবে আমি খুবই আবেগ আপ্লুত হচ্ছি।’

উল্লেখ্য, শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নিউইয়র্কে নেতৃত্ব দিয়ে নিউইয়র্কবাসীর কাছে তিনি ব্যাপক জনপ্রিয় নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।


আরো সংবাদ



premium cement