বরিশালে গোয়ালঘর থেকে যুবকের লাশ উদ্ধার
- বরিশাল ব্যুরো
- ০৯ নভেম্বর ২০২৪, ২২:৫৮
বরিশাল সদর উপজেলায় গোয়ালঘর থেকে সাখাওয়াত হোসেন (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ নভেম্বর) সকালে উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উত্তর লামচরী গ্রামের গাজী বাড়িতে থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বরিশাল নগর পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সাখাওয়াত হোসেন বরিশাল সদর উপজেলার মরহুম লেদু গাজীর বড় ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
সাখাওয়াতের ছোট ভাই আল আমিন গাজী জানান, ‘শুক্রবার রাতে আমরা একসাথে খাবার খেয়ে ঘুমাতে যাই। শনিবার সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখি ভাই গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। আমি চিৎকার করলে সবাই ছুটে আসে। পরে দরজা ভেঙে তাকে নামিয়ে এনে পুলিশকে খবর দেয়া হয়।’
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, ‘লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানান তিনি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা