বরিশালে ২ কাউন্সিলরসহ গ্রেফতার ৫
- উজিরপুর (বরিশাল) সংবাদদাতা
- ০৮ নভেম্বর ২০২৪, ২০:৩৬
বরিশালের গৌরনদী পৌরসভার দু’কাউন্সিলরসহ ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুরের দিকে কুয়াকাটার একটি আবাসিক থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা স্থানীয় সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর সেকেন্ড ইন কমান্ড গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র (সম্প্রতি গ্রেফতারের পর জেল হাজতে থাকা) হারিছুর রহমানের অনুসারী।
পুলিশ সূত্রে জানা যায়, কলাপাড়া থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি আবাসিক হোটেল থেকে গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন সুজন, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রিন্স রোনাল্ড ব্যাপারী, পৌর যুবলীগের সদস্য এইচ এম টিপু ও সাকিব হোসেনকে গ্রেফতার করা হয়।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইউনুস মিয়া বলেন, শুক্রবার সকালে গ্রেফতারদের গৌরনদী থানায় আনার পর দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গত ৫ আগস্টের পর থেকে আসামিরা নিজ এলাকা ছেড়ে বিভিন্নস্থানে আত্মগোপনে ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।