পটুয়াখালীতে নিখোঁজের ২ দিন পর যুবকের লাশ উদ্ধার
- পটুয়াখালী প্রতিনিধি
- ০৮ নভেম্বর ২০২৪, ১৬:২০
পটুয়াখালীর লাউকাঠী নদী থেকে নিখোঁজের দু’ দিন পর আল-আমিন খন্দকার (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) ভোরে পৌর শহরের উত্তরে লাউকাঠী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সরকারি গোডাউন ঘাটের কাছে তার লাশ ভেসে ওঠে।
আল-আমিন পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মরহুম খালেক খন্দকারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ‘গত ৬ নভেম্বর সকাল ১০টার দিকে সিভিল পোশাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা অভিযান চালালে আল-আমিন তাদের ধাওয়া খেয়ে পটুয়াখালী ব্রিজের পশ্চিম পাশে তুলাতলা নামক স্থান থেকে নদীতে ঝাঁপ দেন এবং তখন থেকেই নিখোঁজ ছিলেন।’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পটুয়াখালীর সহকারী পরিচালক হামিনুর রহমান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ৬ নভেম্বর ইটবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনজন যুবককে ধাওয়া দিলে ঘরামি নামে একজনকে আটক করা সম্ভব হয়। তবে তার কাছ থেকে কোনো মাদক না পাওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়। পালিয়ে যাওয়া বাকি দু’জনের মধ্যে একজন ছিলেন আল-আমিন, যিনি নদীতে ঝাঁপ দিয়েছিলেন বলে খবর পাওয়া যায়।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা