২০ লাখ টাকা ক্ষতিপূরণের আশ্বাসে অন্দোলন প্রত্যাহার ববি শিক্ষার্থীদের
- বরিশাল ব্যুরো
- ০২ নভেম্বর ২০২৪, ২১:০৯
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম বাসচাপায় নিহত হওয়ার ঘটনায় ২০ লাখ টাকা ক্ষতিপূরণের আশ্বাসে অন্দোলন প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা।
শুক্রবার রাতে জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় এ সিদ্ধান্ত হওয়ার পর শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে আসেন।
ক্ষতিপূরণের ২০ লাখ টাকার মধ্যে বাসের মালিক ১০ লাখ, ববি প্রশাসন পাঁচ লাখ ও বিআরটিএ থেকে পাঁচ লাখ টাকা দেয়া হবে।
এ দিকে, বাসের চালক জামিল হাসানকে শুক্রবার গভীর রাতে পটুয়াখালী থেকে আটক করেছে পুলিশ। এরপর তার বিরুদ্ধে মামলার পর কারাগারে পাঠানো হয়েছে। চালক জামিলের বিরুদ্ধে বন্দর থানায় ববির সহকারী রেজিস্ট্রার কে এম সানোয়ার পারভেজ লিটন মামলা করেছেন।
ববির জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফয়সাল মাহমুদ রুমি বলেন, ‘বাস মালিক আগামী ১৫ নভেম্বরের মধ্যে টাকা পরিশোধের আশ্বাস দিয়েছেন। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় থেকেও নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘ক্ষতিপূরণ নিশ্চিতের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামনের বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ফুটওভার ব্রিজ নির্মাণে সড়ক ও জনপদ বিভাগকে চিঠি দেয়া হয়েছে। ব্রিজটির নাম নিহত মাইশা ফৌজিয়া মিমের নামে করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সড়কে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।’
বরিশাল নগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা বেশ কিছু দাবি দিয়েছেন। এর মধ্যে প্রথম দাবি ছিল চালককে আটক করা। আমরা সেটি করতে সক্ষম হয়েছি। পাশাপাশি হেলপারকে আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া বাস মালিকের কাছ থেকে নিহত মাইশার পরিবারকে ১০ লাখ টাকা দেয়া হবে। এর বাইরেও যে দাবিগুলো রয়েছে সেগুলো মেনে নেয়ায় বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়ক অবরোধ কর্মসূচি থেকে সরে এসেছেন শিক্ষার্থীরা।’
উল্লেখ্য, গত বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে ববির সামনে নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের বাসচাপায় শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহত হন। তিনি ববির ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা