০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬
`

সুখ-দুঃখ শোনার জন্য প্রশাসনকে জনগণের কাছে যেতে হবে : নূর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর - ছবি : নয়া দিগন্ত

সুখ-দুঃখ শোনার জন্য এখন প্রশাসনকেই জনগণের কাছে যেতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, নতুন বাংলাদেশের প্রশাসনের কাছে এখন জনগণ যাবে না।

আজ বৃহস্পতিবার বরগুনার আমতলীতে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

নুরুল হক নূর বলেন, ‘বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য প্রতিবেশী রাষ্ট্র নানানভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। শ্রমিক আন্দোলনের নামে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে অগ্নি-সংযোগ করা হচ্ছে তাদের নির্দেশে। এ সকল কর্মকাণ্ড দ্রুত খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া উচিত।’

তিনি বলেন, ‘৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরে দেশে নতুন সরকার গঠন হয়েছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি চলছে। নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে এবং সবকিছু গুছিয়ে নিতে সরকারের একটু সময় লাগবে। আমাদের সকলকে একটু ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করতে হবে।’

তিনি আরো বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধের ফলে আমরা স্বাধীনতা পেয়েছি। ৯০-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার মুক্ত হয়েছে। তবে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। তাই নতুন বাংলাদেশ গড়তে এনালগ রাজনীতি বাদ দিয়ে তরুণদের রাজনীতির সুযোগ করে দিতে হবে।’


আরো সংবাদ



premium cement