৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

বাসচাপায় ববি শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ

- ছবি : নয়া দিগন্ত

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক পার হবার সময়ে পরিবহনের ধাক্কায় নিহত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পরিসংখ্যান বিভাগের এক ছাত্রী। নিহত ওই ছাত্রীর নাম মাইশা ফৌজিয়া মিম তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেছেন।

বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভোলারোড সংলগ্ন সার্জেন্ট কিবরিয়া ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। উপস্থিত লোকজন আহত অবস্থায় ওই ছাত্রীকে শেরে বাংলা মেডিক্যালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়, নারায়নগঞ্জ ট্রাভেলস নামে কুয়াকাটা থেকে বরিশালগামী এ বাসটি ওই শিক্ষার্থীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা সেরনিয়াবাত সেতুর টোলে বাসটিকে আটক করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসে। পরে সাড়ে ১০টার দিকে পরিবহণটিতে আগুন দেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থী নিহতের খবর শুনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক টায়ার জ্বালিয়ে অবরোধ করেন সাড়ে ৯টায়। এই রিপোর্ট রাত ১১টায় লেখা পর্যন্ত শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রেখেছিলেন।

অবরোধকারী শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, প্রতিবছরই এই মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের প্রাণ ঝরছে সড়ক দুর্ঘটনায়। আমরা এর স্থায়ী একটি সমাধান চাই। প্রতিটি দুর্ঘটনার পর প্রশাসন থেকে বিভিন্ন আশ্বাস দেয়া হলেও স্থায়ী কোনো সমাধান করতে পারে না। আমরা চাই নিহত শিক্ষার্থীর পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং খুনি বাস চালকের সুষ্ঠু বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মহাসড়ক ছাড়ছি না।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সাকিবুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়েটিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


আরো সংবাদ



premium cement