৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

বেতাগীতে নয়া দিগন্তের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা

- ছবি : নয়া দিগন্ত

বরগুনার বেতাগীতে নয়া দিগন্তের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নয়া দিগন্তের বেতাগী উপজেলা সংবাদদাতা মো: কামাল হোসেন খানের সভাপতিত্বে এবং উপজেলা জামায়েতের সেক্রেটারি প্রভাষক মো: শাহাদাৎ হোসেন মুন্নার সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য দেন, প্রধান অতিথি উপজেলা নিবার্হী অফিসার ফারুক আহমেদ, বিশেষ অতিথি অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ একরামুল হক, নয়া দিগন্তের বরগুনা জেলা প্রতিনিধি মো: গোলাম কিবরিয়া।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা সাইদুল ইসলাম সোহরাব, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসাইন, বামনা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, উপজেলা বিএনপির সদস্যসচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান ও কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালী।

এ সময় কেক কাটা এবং দোয়ার মাধ্যমে আলোচনা সভা শেষ হয়। অনুষ্ঠানে বিএনপি, জামায়াতের নেতা-কর্মীরা এবং উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement