২৯ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১, ২৫ রবিউস সানি ১৪৪৬
`

অভিযান আতঙ্কে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল জেলের

- ছবি : নয়া দিগন্ত

বরিশালে মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা চলাকালে অভিযান আতঙ্কে নদীতে ঝাঁপ দিয়ে নয়ন বেপারী (৬০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকালে বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

হিজলা থানার ওসি আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘নয়ন ও তার ছেলে ফরিদ মিলে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ নিধন করছিলেন। এ সময় স্পিডবোটের শব্দ শুনে আইনশৃঙ্খলা বাহিনী আসছে ভেবে দ্রুত ট্রলার চালিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ট্রলারের প্রপেলারের (পাখা) আঘাতে গুরুতর আহত অবস্থায় নয়ন বেপারী নদীতে ঝাঁপিয়ে দেন। ছেলে ফরিদ অচেতন অবস্থায় নয়ন বেপারীকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হিজলা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘নয়নের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুযায়ী কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তিনি।’


আরো সংবাদ



premium cement