কাঁঠালিয়ায় ডোবায় মিলল নারীর লাশ
- কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
- ২৭ অক্টোবর ২০২৪, ১৬:৫৬
ঝালকাঠির কাঁঠালিয়ায় নিখোঁজের এক দিন পর ডোবায় মিলল শিউলি আক্তার (২৬) নামের এক নারীর লাশ।
আজ রোববার (২৭ অক্টোবর) সকালে উপজেলা সদরের পশ্চিম আউরা আকন বাড়ির একটি ডোবা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
নিহত শিউলী আক্তার উপজেলা সদরের কাঁঠালিয়া গ্রামের ব্যবসায়ী মধু মোল্লার মেয়ে। তিনি একজন মৃগী রোগী ছিলেন।
স্বজনরা জানান, গত শনিবার (২৬ আক্টোবর) বিকেল থেকে শিউলীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুজির পর রোববার সকালে উত্তর আউরা গ্রামের জাহাঙ্গীর আকনের বাড়ির পাশের একটি ডোবায় তাকে ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাকে উদ্ধার করে বাড়িতে আনা হয়।
কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা জানান, ‘শিউলী আক্তার মৃগী রোগী ছিলেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় পারিবারিকভাবে লাশ দাফন করা হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা