২৪ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১, ২০ রবিউস সানি ১৪৪৬
`

দানার প্রভাবে ভান্ডারিয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, প্রস্তুত ৫২ আশ্রয়কেন্দ্র

দানার প্রভাবে পিরোজপুরের ভান্ডারিয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি - ছবি : নয়া দিগন্ত

ঘূর্ণিঝড় দানার প্রভাবে পিরোজপুরের ভান্ডারিয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে বয়ে যাচ্ছে তীব্র বাতাস। প্রস্তুত রয়েছে ৫২ আশ্রয়কেন্দ্র।

আজ বৃহস্পতিবার সকাল থেকে বেড়েছে বৃষ্টির পরিমাণ।

জানা গেছে, উপজেলার কচাঁ ও পোনানদীর পানি আগের তুলনায় তিন থেকে চার ফুট বেড়েছে। বৃষ্টির কারণে উপজেলার মানুষ আজ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি। উপজেলার খেটে খাওয়া মানুষ ঘরে বসে অলস সময় কাটাচ্ছেন। পাশাপাশি এদের মনে ঝড়ের আতঙ্ক বিরাজ করছে।

এ দিকে, দুর্যোগকবলিতদের আশ্রয় দেয়ার জন্য উপজেলা অডিটোরিয়ামে আজ সকাল ১১টায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াসিন আরাফাত রানা জানিয়েছেন।

তিনি জানান, ‘দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে ৫২ আশ্রয়কেন্দ্র ও আটটি মেডিক্যাল টিম। এছাড়াও দুর্যোগকবলিতদের জন্য পর্যাপ্ত শুকনো খাবার, চাল ও শিশু খাদ্য ক্রয়ের জন্য পর্যাপ্ত অর্থ মজুত রয়েছে।’


আরো সংবাদ



premium cement