২২ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬
`

ইলিশের বাড়ি চাঁদপুর নয়, ভোলা : মৎস্য উপদেষ্টা

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ ফরিদা আখতার বলেছেন, ‘ইলিশের বাড়ি চাঁদপুর নয়, ইলিশের বাড়ি ভোলা। এ নিয়ে কোনো বিতর্ক নেই। এখন থেকে ইলিশের বাড়ি ভোলা।’

মঙ্গলবার দুপুরে ভোলার খাল-সংলগ্ন বালুর মাঠে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ কর্তৃক আয়োজিত সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এর আগে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জেলেসহ বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘বাইরের জেলেদের অধিকার নেই বাংলাদেশের পানিসীমায় মাছ ধরার। তাদের বিতারিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি। একই সাথে জেলেদের সুরক্ষায় দাদন ব্যবস্থা বন্ধ করে স্বল্প সুদের ঋনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।’

মা ইলিশ রক্ষায় আইন অমান্যকারীদের আইনের আওতায় আনার কথাও জানিয়েছেন উপদেষ্টা।

ইলিশ আন্তর্জাতিক পর্যায়ের সম্পদ উল্লেখ করে মৎস্য উপদেষ্টা বলেন, ‘যে জেলায় ইলিশ উৎপাদন হয়, ওই জেলার মানুষ গরিব হতে পারে না।’

ভোলার জেলা প্রশাসক আজাদ জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল, মহা-পরিচালক মো: জিল্লুর রহমান, কোস্টগার্ড দক্ষিণ জোনের কমান্ডার মোহাম্মদ শাহিন মজিদ, নৌ-বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার আবু বক্কর সিদ্দিক, নৌ-পুলিশের পুলিশ সুপার নাজমুল হাসান।

অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ভোলার পুলিশ সুপার শরীফুল হক, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব।

এছাড়াও জেলে ও মৎস্যজীবী সমিতির সভাপতি এরশাদ ফরাজি এবং বশির তাদের সমস্যার কথা তুলে ধরেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ৫ শতাধিক জেলে অংশগ্রহণ করেন।


আরো সংবাদ



premium cement