১৬ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩০, ১২ রবিউস সানি ১৪৪৬
`

ফল প্রকাশের আগে ডেঙ্গুতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ফলপ্রার্থীর মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

পিরোজপুরে এইচএসসির ফল প্রকাশের দিন ফলাফল জানার আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো: তানভীর (১৯) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তানভীর পিরোজপুর শহরের দশ নিড়ের গলি এলাকার মো: আজিম উদ্দিনের ছেলে। তিনি এইচএসসি ফলপ্রার্থী ছিলেন। আজ সকাল ১১টার দিকে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। তবে তানভীরের ফলাফল সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

জানা গেছে, তানভীর এ বছর এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় ভর্তি কোচিং করছিলেন। ঢাকাতে থাকা অবস্থায় তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। গত রোববার ঢাকা থেকে পিরোজপুর নিজ বাড়িতে চলে আসেন। ওই দিন সন্ধ্যায় তিনি পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হন। আজ সকাল ৮টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মো: নিজাম উদ্দিন জানান, তানভীর রোববার হাসপাতালে ভর্তি হলে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। আজ সকাল ৮টায় তিনি ইন্তেকাল করেন।

 


আরো সংবাদ



premium cement