১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১, ১১ রবিউস সানি ১৪৪৬
`

নাজিরপুরে ঘুষের টাকা ফেরত দিলেন ২ শিক্ষা কর্মকর্তা

নাজিরপুরে ঘুষের টাকা ফেরত দিলেন ২ শিক্ষা কর্মকর্তা - ছবি : নয়া দিগন্ত

পিরোজপুরের নাজিরপুরে উপজেলার দু’প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঘুষের টাকা ফেরত দিয়েছেন বলে জানা গেছে।

উপজেলার ৩৬ নম্বর উত্তর লেবুজিলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: শাহিনুজ্জামানের বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অপরাধে এবং তাকে অন্য বিদ্যালয়ে ডেপুটেশনের জন্য ঘুষ নেয়া ৯০ হাজার টাকা ফেরত দেন তারা।

জানা যায়, ঘুষ নেয়ার বিষয়টি এ বছরের জুলাই-আগস্ট মাসে হলেও সম্প্রতি জানাজানি হয়। শিক্ষা অফিসের ঘুষ লেনদেনের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা শিক্ষা অফিসারকে অবগত করার পর নড়েচড়ে বসে শিক্ষা অফিস।

এরপর ৫ অক্টোবর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনুজ্জামানের চাচাত-বোনের বাসায় গিয়ে ঘুষের টাকা ফেরত দিয়ে আসেন বলে জানিয়েছেন ভুক্তভোগী শাহিনুজ্জামানের চাচাতবোন।

অভিযুক্ত দু’শিক্ষা কর্মকর্তা হলেন উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা: হেনায়ারা খানম এবং সহকারী শিক্ষা অফিসার মামুনুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩৬ নম্বর উত্তর লেবুজিলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: শাহিনুজ্জামান দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অপরাধে তার সার্ভিস বুকে নোট রাখা এবং বরখাস্তের ভয় দেখিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা: হেনায়ারা খানম নগদ ৩০ হাজার টাকা এবং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান ব্যাংক চেকের মাধ্যমে ৬০ হাজার টাকা ঘুষ নেন। ঘুষের বৈধতার জন্য তারা শিক্ষক শাহিনুজ্জামানের কাছ থেকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি আবেদন লিখিয়ে রাখেন।

আবেদনে শাহিনুজ্জামান লেখেন, ‘আমি উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসা: হেনায়ারা খানমকে কোনো নগদ টাকা দেইনি এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান হাওলাদারকে কোনো চেক প্রদান করিনি। আবেদনে আরো লেখানো হয়, ‘আমার মূল বিদ্যালয়ে নারীঘটিত কেলেঙ্কারি সমস্যায় পড়ায় আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অন্য বিদ্যালয়ে যাওয়ার আবেদন করলে কর্তৃপক্ষ মানবিক কারণে আমাকে ২৯ নম্বর বেলুয়া মুঘারঝোর বিদ্যালয়ে ডেপুটেশন করেন।’

শাহিনুজ্জামানের চাচাতবোন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘৫ অক্টোবর সকাল ১০টার দিকে টিও ম্যাডাম আমার বাসায় এসে কান্নাকাটি করে সেই টাকা ফেরত দিয়েছে। তিনি আরো বলেন, শাহিনের বিষয়টি নিয়ে কোনো ঝামেলা করতে চাইনি বলে আমি নিজে বারবার এটিও মামুন স্যারকে তখন বলছিলাম আপনি শাহিনুজ্জামানকে স্কুলে যেতে দেন। কিন্তু সে কোনোভাবেই তাকে স্কুলে যেতে দেয়নি। মামুন স্যারের মূল উদ্দেশ্য হলো টাকা লাগবে। এরপর একদিন টিও ম্যাডাম আমার বাসায় আসছিল, তখন আমি নিজে ম্যাডামকে বলেছি শাহিনুজ্জামান গরিব মানুষ, ওর কাছ থেকে আপনারা অল্প কিছু টাকা নেন। এত টাকা নিয়েন না। ওর দুইটা বাচ্চা নিয়ে কিভাবে চলবে? তখন টিও ম্যাডাম আমাকে বলে, আমি এটিও মামুনকে বুঝাইছি মামুন বলছে ৩০ হাজার টাকা হলে সে এটা সমাধান করে দেবে। তখন টিও ম্যাডাম আমাকে বলে আপনার বাসায় কি টাকা আছে? টাকা থাকলে আমাকে ৩০ হাজার টাকা দেন। আমি (শিক্ষা কর্মকর্তা) মামুন সাহেবকে দিয়ে বিষয়টি সমাধান করে ফেলব। শাহিনুজ্জামান আমার আত্মীয় তাই আমি শাহিনুজ্জামানকে বাঁচানোর জন্য আমার মায়ের কাছ থেকে ৩০ হাজার টাকা এনে টিও ম্যাডামকে দিয়ে বলি এটা নিয়ে আপনারা শাহিনুজ্জামানের বিষয়টি সমাধান করে ফেলেন। পরে মাস শেষ হলে আমি শাহিনুজ্জামানের কাছে সেই ৩০ হাজার টাকা আনতে গেলে সে জানায় এটিও মামুন স্যার তার কাছ থেকে আরো ৬০ হাজার টাকার চেক লিখে নিছে। তখন আমি রাগ হয়ে টিও ম্যাডামকে ফোন দিয়ে বলছি, ম্যাডাম আপনি যে কোনো একটা টাকা শাহিনুজ্জামানকে ফেরত দেন তা নাহলে আমি কিন্তু বিষয়টি সবাইকে জানিয়ে দিব। তখন এ বিষয়টি জানাজানি হয়।’

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক শাহিনুজ্জামান এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার মামুনুর রহমানকে তাদের মুঠোফোনে একাধিক বার ফোন দিয়েও বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা শিক্ষা অফিসার মোসা: হেনায়ারা খানম এ বিষয়ে জানান, ‘আমি কোনো টাকা নেইনি এবং ফেরত দেইনি। শিক্ষক শাহিনুজ্জামানকে তাহলে কেন অন্য বিদ্যালয়ে ডেপুটেশনে দেয়া হয়েছে জানতে চাইলে তিনি জানান, শাহিনুজ্জামানের আবেদনের ভিত্তিতে তাকে ডেপুটেশন দেয়া হয়েছে। তার আবেদনে লেখা আছে সে আমাকে কোনো নগদ টাকা দেয়নি এবং এটিও মামুন সাহেবকেও কোনো চেক লিখে দেয়নি।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি জানান, ‘বিষয়টি আমি শুনেছি। নাজিরপুর উপজেলার ওই দুই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে। ব্যাংক চেকের মাধ্যমে ঘুষ লেনদেন হয়ছে কিনা তা যাচাই করার জন্য সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজারের কাছে তথ্য চাওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement
‘দুঃসময়ে উম্মতে মোহাম্মদীকে সঠিক পথের দিশা দিয়েছিলেন বড়পীর’ এইচএসসি পাস করলেন ৪৩ বছর বয়সের স্বামী ও ৩৩ বছরের স্ত্রী বাংলাদেশের সংস্কার কার্যক্রমে সহায়তায় প্রস্তুত ইইউ কুষ্টিয়ায় অপহৃত শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলো বিজিবি তারেক রহমানের সব মিথ্যা মামলা প্রত্যাহার চায় ইউট্যাব নবীনগরে ২১ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ ‘ফরিদপুরে মেডিক্যালে চিকিৎসা সেবার মান আরো উন্নত করা উচিত’ মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার ইসরাইলের চূড়ান্ত যুদ্ধ ও বিলোপ শঙ্কা সিলেটে গরু-মহিষসহ পৌনে ২ কোটি টাকার মালামাল জব্দ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১১০৮

সকল