১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১, ১১ রবিউস সানি ১৪৪৬
`

ভোলায় চাউল না পেয়ে জেলেদের মানববন্ধন

চেয়ারম্যানের অপসারণ দাবি - ছবি : নয়া দিগন্ত

ভোলায় চাউল না পেয়ে মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এমরান হোসেন বাপ্পীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ জেলেরা। মঙ্গলবার দুপুরে মাছকাঝি বাজার এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় জেলেরা চেয়ারম্যানের অপসারণ ও চাউল পাওয়ার ব্যবস্থা গ্রহণে সরকারের কাছে দাবি জানান।

মানববন্ধনে জেলেরা বলেন, ‘সরকার নদীতে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে। তাই আমরা নদীতে মাছ শিকার বন্ধ রেখেছি। এখন আমরা সম্পূর্ণভাবে বেকার রয়েছি। সরকার জেলেদের জন্য নিষেধাজ্ঞা সময়ে চাউল বরাদ্দ দিয়েছে। আলিমাবাদ ইউনিয়নের চেয়ারম্যান বাপ্পী কয়েকজন জেলেদের মাঝে চাউল বিতরণ করেছেন। কিন্তু অধিকাংশ জেলে চাউল পায়নি। বাকি জেলেদের চাউল চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিব মিলে আত্মসাৎ করেছেন। আমরা চেয়ারম্যানের কাছে চাউল আনতে গেলে চেয়ারম্যান আমাদের সাথে খুব বাজে ব্যবহার করেছেন। আমাদেরকে তিনি বলেছেন, কোনো চাউল নেই। তোরা বিএনপি করিস। তোদেরকে চাউল দেয়া হবে না। চেয়ারম্যান বাপ্পী ক্ষিপ্ত হয়ে জেলেদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন।’

তারা আরো বলেন, ‘বাপ্পী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই জেলেদের চাউল আত্মসাৎ করছেন। তিনি ঠিকমতো জেলেদের চাউল বিতরণ করেননি। আমাদের সংসার আছে। পরিবার-পরিজন নিয়ে আমরা খুব কষ্টে আছি। এখন যদি আমাদের নামে বরাদ্দকৃত চাউল না পাই তাহলে সংসার চালাতে খুব কষ্ট হবে। আমরা যাতে সঠিকভাবে বরাদ্দকৃত চাল পেতে পারি সেজন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি এই দুর্নীতিবাজ চেয়ারম্যান বাপ্পীর অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য চেয়ারম্যান এমরান হোসেন বাপ্পীর ব্যবহৃত নাম্বারে একাধিকবার ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়।


আরো সংবাদ



premium cement