২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে শেবাচিমের আগুন

তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে শেবাচিমের আগুন - ছবি : সংগৃহীত

প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডিক‌্যাল ক‌লেজ হাসপাতা‌লের (শেবাচিম) আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে হাসপাতালের ভেতর থেকে এখনো ধোঁয়া দেখা যাচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর সাতটি ইউনিট।

ত‌বে এই ঘটনায় কেউ হতাহত হ‌য়ে‌ছে কিনা, সে‌টি নি‌শ্চিত কর‌তে পা‌রে‌নি কর্তৃপক্ষ।

বরিশাল থেকে স্থানীয় বাসিন্দা সাব্বির অভি জানান, সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতা‌লের ব‌র্ধিত নতুন মে‌ডি‌সিন ভব‌নের নিচ তলায় আগু‌নের সূত্রপাত ঘ‌টে। নিচতলার স্টোররু‌মে থেকেই আগুনের সূত্রপাত, পরে যা মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভিস কর্মীরা ঘটনাস্থ‌লে এসে আগুন নিয়ন্ত্রণে আন‌তে পার‌লেও হাসপাতাল জুড়ে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

ফায়ার সা‌র্ভি‌সের উদ্ধার কর্মীরা হাসপাতাল ভব‌নের ওপর তলায় থাকা রোগী‌দের উদ্ধার ক‌রে মূল ভব‌নে স্থানান্তর ক‌রে।

হাসপাতা‌ল কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, প‌রি‌স্থি‌তি পুরোপুরি নিয়ন্ত্রণে এলে আহত বা হতাহতের সংখ্যা জানা যাবে।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement