দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশে সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চলছে : মাসুদ সাঈদী
- আল-আমিন হোসাইন, নাজিরপুর (পিরোজপুর)
- ১২ অক্টোবর ২০২৪, ২২:০৯
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শনে ‘দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশে সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চলছে’ মন্তব্য করে মাসুদ সাঈদী বলেছেন, ‘প্রত্যেক জাতির নিজস্ব ধর্মীয় সংস্কৃতি আছে। হিন্দু সম্প্রদায়েরও সবচেয়ে বড় উৎসব হলো দুর্গাপূজা। ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছে, যার যার ধর্ম তারা সঠিকভাবে পালন করবে।’
শনিবার (১২ অক্টোবর) উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় পূজা উদযাপন কমিটির নেতাসহ হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কথা বলেন এবং তাদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন তিনি।
মাসুদ সাঈদী বলেন, ‘রাসুলুল্লাহ সা: বলেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে সংখ্যালঘুরা হচ্ছে একটা আমানত। তারা যদি তাদের ধর্মীয় উৎসব পালন করতে কোনো ধরনের বাধাপ্রাপ্ত হন, তাহলে রাসুলুল্লাহ সা: কেয়ামতের দিন মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ করবেন। রাসুলের সা: এই হাদিসের চেতনা অনুযায়ী আমরা আপনাদের খোঁজখবর নিতে এসেছি।’
তিনি বলেন, ‘দুর্গাপূজাকে কেন্দ্র করে বর্তমানে কিছু মহল দেশে সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশে সব নাগরিক নিজ নিজ ধর্ম আনন্দের সাথে পালন করবে।’
তিনি আরো বলেন, ‘এটা নাগরিক অধিকার। প্রশাসনের পাশাপাশি আপনাদের উৎসব সুন্দরভাবে উদযাপনের লক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারাদেশে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের জন্য জামায়াতে ইসলামীর সহযোগিতা অব্যাহত থাকবে।’
এর আগে, নাজিরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি কাজী মোসলেহ্ উদ্দিনের সঞ্চালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মীশিক্ষা বৈঠকেও তিনি বক্তব্য দেন।
আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো: জহিরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, ঢাকাস্থ নাজিরপুর ফাউণ্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ মোল্লা, সাবেক উপজেলা আমির অধ্যাপক মজিবুর রহমান, উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা আবুদাউদ ও আনিসুর রহমান মল্লিক প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা