২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কুয়াকাটায় মাছের ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার ক্ষতি

- ছবি : নয়া দিগন্ত

কুয়াকাটার পুনামাপাড়ার স্থানীয় ব্যবসায়ী সানু মিয়া (৪৫) মাছের ঘেরে রাতের আধারে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে তার কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।

শনিবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে, পরে ঘটনাস্থালে এসে ক্ষোভ প্রকাশ করেন তারা।

জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল রাতে ঘেরে মাছের খাবার দিয়ে বাসায় যান সানু মিয়া ও তার স্বজনরা। আজ সকালে এসে দেখেন রাতের আঁধারে কে বা কারা বিষ প্রয়োগ করায় ঘেরের মাছ ছোটাছুটি করা-সহ মৃত মাছ ভাসতে থাকে।

প্রত্যক্ষদর্শী জুয়েল রানা বলেন, ‘সকালে শুনতে পাই সানু মিয়ার ঘেরে মাছ মরে গেছে। এখানে এসে দেখতে পেলাম মাছ মারার বিষক্ত ট্যাবলেট দেয়ার কারণে ঘেরের সব মাছ মরে গেছে।’

স্থানীয় মসজিদের ইমাম ইউসুফ মুসুল্লি বলেন, ‘সানু মিয়া আমাদের এই মসজিদের একজন মুসুল্লি তার ঘেরে বিষ প্রয়োগের খবর পেয়ে এসে দেখলাম সব মাছ মরে ভেসে উঠছে। কারা এমন বড় ক্ষতি করলো এটার সুষ্ঠ বিচারের দাবি জানাই।’

ক্ষতিগ্রস্ত সানু মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গভীর রাতে কে আমার এতো বড় ক্ষতি করলো তা আমি জানি না। সকালে এসে দেখি আমার ঘেরের সব মাছ ভেসে উঠছে। পানি বেশি থাকায় তাৎক্ষণিক মাছ ধরতেও পারছি না। আমার ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে, আমি এর বিচার চাই।’

লতাচাপলি ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে বিষয়টি জানার জন্য ইউনিয়ন বিএনপির সভাপতি, সাংগঠনিক, সিনিয়র সহ-সভাপতি-সহ ঘটনাস্থলে এসেছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল ইসলাম বলেন, ‘এটি সত্যিই দুঃখজনক। এ বিষয় মহিপুর থানায় অভিযোগ করলে ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমরা সার্বিক সহযোগিতা করবো।

তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement