ফেসবুকে মহানবী স:-এর প্রতি বিরূপ মন্তব্য, গ্রেফতার ২
- পিরোজপুর প্রতিনিধি
- ১২ অক্টোবর ২০২৪, ১০:৪৩, আপডেট: ১২ অক্টোবর ২০২৪, ১৫:০০
মহানবী হযরত মুহম্মদ স:-এর প্রতি ফেসবুক আইডিতে বিরূপ মন্তব্য করায় জেলার নাজিরপুর উপজেলা থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সৈকত মৃধার ফেসবুক আইডির কমেন্টের রিপ্লাইতে মহানবী স:-এর প্রতি বিরূপ মন্তব্য করায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাকিবুল হাসান উপজেলার বুইচাকাঠী গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে। এ ঘটনায় জড়িত থাকায় একই উপজেলার নৈলতলা গ্রামের সুনীল কৃষ্ণ মৃধার ছেলে সৈকত মৃধাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো: মুকিত হাসান খাঁন জানান, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নজরে বিষয়টি আসায় তিনি পিরোজপুরের পুলিশ সুপার খান মোহম্মদ আবু নাসেরকে অবহিত করেন। পুলিশ সুপার তাকে দায়িত্ব দিলে তিনি নাজিরপুর গিয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহামুদ আল ফরিদসহ পুলিশ ফোর্স ও ডিবি পুলিশের সহায়তায় রাকিবুলকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে সৈকত মৃধাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
মুকিত হাসান জানান, রাকিবুল তার ফেসবুক আইডি থেকে ৯৮ জনকে ট্যাগ করে ওই মন্তব্যটি ভাইরাল করে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করেছে।
উল্লেখ্য, পারভেজ নামের একটি ফেসবুক আইডির কমেন্টের রিপ্লাইতে যে মন্তব্যটি ভাইরাল করা হয় ওই আইডিটি ভারতের হরিয়ানা থেকে পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি। এ নিয়ে নাজিরপুরে উত্তেজনা বিরাজ করায় সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা