পিরোজপুরে নিহতদের ৪ জনই নাজিরপুরের একই পরিবারের
- আল আমিন হোসাইন, নাজিরপুর (পিরোজপুর)
- ১০ অক্টোবর ২০২৪, ১৬:৪৫
পিরোজপুরের নাজিরপুরে আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় নিহতদের চারজনই নাজিরপুরের একই পরিবারের বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোরে নাজিরপুর আঞ্চলিক মহাসড়কের নুরানী গেইট এলাকায় প্রাইভেট কার খালে পড়ে এ ঘটনা ঘটে।
একই পরিবারের নিহত চারজন হলেন শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (২৫), ছেলে সাহাদাৎ হোসেন (১০) ও আব্দুল্লাহ (৩)।
নিহত শাওন উপজেলার মাটিভাঙা ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের মরহুম আছাদ মৃধার ছেলে।
এছাড়া ওই গাড়িতে থাকা শেরপুর জেলার সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইবের (২) নিহত হন।
নিহত শাওন ও মেতালেব সম্পর্কে বন্ধু ছিলেন। নিহত মোতালেব হোসেন সেনাবাহিনীর সিভিল স্টাফ ছিলেন বলে জানা গছে। তারা সমুদ্র সৈকত দেখতে তিন দিন আগে কুয়াকাটায় গিয়েছিলেন।
উপজেলার শাঁখারীকাঠী ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন সজল বলেন, ‘স্থানীয় ভাইজোড়া গ্রামের মেঝো মামা কামরুল ফকিরের বাড়িতেই বড় হয়েছেন শাওন মৃধা। তিনি ঢাকার ভাসানটেক এলাকায় খাবারের ব্যবসা করতেন।’
সরেজমিনে এলাকার বাসিন্দা রিয়াজুল ইসলামের স্ত্রী নাজমা বেগম বলেন, ‘বৃহস্পতিবার আনুমানিক রাত আড়াইটার দিকে হঠাৎ একটি বিকট শব্দ ও চিৎকার শুনতে পাই। ঘর থেকে বের হয়ে টর্চ লাইট মেরে আলোতে দেখি বাড়ির সামনের খালে পড়ে আছে একটি প্রাইভেট কার। এ সময় বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও চৌকিদারকে জানাই। তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে সেখান থেকে চারজন শিশু ও দু’জন নারীসহ আটজনের লাশ উদ্ধার করা হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক মো: নিজামুল হক জানান, তাদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা