ভোলায় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার
- ভোলা প্রতিনিধি
- ০৮ অক্টোবর ২০২৪, ১৮:০৮
ভোলায় কোস্টগার্ডের অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও ছয়টি দেশীয় অস্ত্রসহ ‘কুখ্যাত’ রাসেল বাহিনীর দুই সক্রিয় ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভোলা কোস্টগার্ডের প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়। এর আগে, সোমবার গভীর রাতে ভোলা জেলার সদর উপজেলার চর রাসেল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা অস্ত্রসহ ডাকাতদের গ্রেফতার করেন।
গ্রেফতার মো: মোফাজ্জল (৫৫) লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার মধুচৌধুরি হাট এলাকার মরহুম চয়াল এবং আব্দুল বাতেন (৬৫) মধ্যের চর রমনীর বাসিন্দা আব্দুল করিমের ছেলে।
ব্রিফিংয়ে জানানো হয়, কিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলার ইলিশা এলাকার মেঘনা নদী এবং তৎসংলগ্ন চরে কুখ্যাত রাসেল বাহিনীর সক্রিয় সদস্য মো: মোফাজ্জল এবং আব্দুল বাতেন স্থানীয় জনসাধারণ এবং জেলেদের থেকে চাঁদাবাজি এবং জমি দখলসহ বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে রাসেল বাহিনীর সক্রিয় ডাকাত মো: মোফাজ্জল ও আব্দুল বাতেনকে একটি আগ্নেয়াস্ত্র (পিস্তল), ছয়টি দেশীয় অস্ত্র (রামদা) ও একটি মোবাইলসহ গ্রেফতার করা হয়।
জব্দ সকল আলামতসহ গ্রেফতারদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয় বলেও জানানো হয়েছে কোস্টগার্ডের প্রেস ব্রিফিংয়ে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা