উজিরপুরে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন
- উজিরপুর (বরিশাল) সংবাদদাতা
- ০৮ অক্টোবর ২০২৪, ১৬:৩৩
বরিশালের উজিরপুরে জিহাদ মোর্শেদ সজল নামে এক এনজিও মালিকের বিরুদ্ধে গ্রাহকের সাথে প্রতারণা ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার বামরাইল ইউনিয়নের খোলনা গ্রামে ওই এনজিওর সামনে ভুক্তভোগী শত শত নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন।
মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, ‘জিহাদ মোর্শেদ সজল তার সহযোগিদের নিয়ে সামাজিক উন্নয়ন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি ভুয়া এনজিও খোলেন। সেখানে তারা অধিক লাভের প্রলোভন দেখিয়ে স্থানীয় সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকা আত্মসাত করেন।’
তারা বলেন, কিছুদিন এনজিও পরিচালনার পর সজল তার অফিস বন্ধ রেখে গ্রাহকের কোটি টাকা আত্মসাত করে আত্মগোপনে রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত এনজিও মালিক জিহাদ মোর্শেদ সজল জানান, ‘আমাকে সুযোগ দিলে সকল গ্রাহকদের টাকা পরিশোধ করব।’
উপজেলা সমবায় কর্মকর্তা মো: রিয়াদ খান জানান, ‘বিষয়টি আমার জানা নেই। তবে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাখাওয়াত হোসেন জানান, ‘এনজিও মালিক জিহাদকে নোটিশ দেয়া হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা