২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

‘ছাত্র-জনতা রক্ত দিয়ে স্বৈরাচার হটিয়েছে, তারা আর কোনো স্বৈরাচার মেনে নিবে না’

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জানায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য আ. ন. ম শামসুল ইসলাম বলেছেন, ‘এ দেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে স্বৈরাচার হটিয়ে দেশ নতুনভাবে স্বাধীন করেছেন, কিন্তু তারা আর কখনোই নতুন কোনো স্বৈরাচারকে বাংলার মাটিতে মেনে নিবে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছেই এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সবচেয়ে নিরাপদ বলে মনে করছে দেশের বেশিরভাগ মানুষ। আগামী দিনের নতুন বাংলাদেশের নেতৃত্ব দেয়ার জন্য জামায়াতের শপথের সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জামায়াতে ইসলামীর কয়েক কোটি কর্মী-সমর্থককে ইসলামের অনুশাসন মেনে চলার জন্য রোকন ভাইয়েরা অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হবেন।’

শনিবার বিকেলে গুঠিয়া বাইতুল ভিউ কমপ্লেক্সে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরী আয়োজিত রোকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহিরউদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে ও উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া দিনব্যাপী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম ও অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা এটিএম মাসুম বলেন, ‘জামায়াতে ইসলামীর নেতাদেরকে তাক্বওয়া অর্জনের মাধ্যমে গণমানুষের কাছে নিজেদেরকে মডেল হিসেবে তুলে ধরতে হবে। কথায় এবং কাজে শতভাগ মিল থাকতে হবে। নফসের গোলামী ত্যাগ করে অহংকারসহ সকল ধরনের খারাপ কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে জীবনযাপন করার অনুরোধ জানান তিনি।’

আরেক বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ‘ইসলামী আন্দোলনের রোকন বা সদস্যদের সর্বোচ্চ আনুগত্য ও ত্যাগের নজরানা পেশ করতে হবে। মানুষ আমাদেরকে আগামী দিনের সম্ভাবনার বাংলাদেশের প্রতীক হিসেবে দেখতে চায়, জামায়াতের প্রত্যেক নেতাকর্মীকে দেশ পরিচালনার যোগ্য মানুষ হিসেবে তৈরি হতে হবে।’

সকালে শিক্ষা শিবিরের শুরুতে দারসুল কুরআন পেশ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় গবেষণা বিভাগের সদস্য ও ভোলা জেলার সাবেক আমির মাওলানা ফজলুল করিম।’

উল্লেখ্য, অনুষ্ঠান পরিচালনা করেন বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান। সম্মেলনে বরিশাল মহানগর জামায়াতের ৬ শতাধিক রোকন সদস্য অংশগ্রহণ করেন।


আরো সংবাদ



premium cement