নূরুল ইসলাম বুলবুল

একটি দল জুলাই সনদ ও ঘোষণাপত্রে স্বাক্ষরের বিষয়ে বিরূপ মন্তব্য করছে

আজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, এক-দুটি দলের কথায় জুলাই সনদ থেমে থাকবে না।

নয়া দিগন্ত অনলাইন
জামায়াতের সমাবেশে বক্তব্য রাখছে নূরুল ইসলাম বুলবুল
জামায়াতের সমাবেশে বক্তব্য রাখছে নূরুল ইসলাম বুলবুল |নয়া দিগন্ত

আর যেন নতুন করে ফ্যাসিবাদের সৃষ্টি না হয় তার জন্য জুলাই সনদে স্বাক্ষর করার জন্য সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এদেশের ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই সনদ এবং ঘোষণাপত্রে স্বাক্ষর করতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি, একটি রাজনৈতিক দল সনদ ও ঘোষণাপত্রে স্বাক্ষরের বিষয়ে বিরূপ মন্তব্য করেছে। এটি গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি বলেন, এক-দুটি দলের কথায় জুলাই সনদ থেমে থাকবে না।

আজ শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে এ কথা বলেন তিনি।

নূরুল ইসলাম বুলবুল বলেন, জুলাই সনদ হচ্ছে আমাদের জুলাই-আগস্ট আন্দোলনের ত্যাগ এবং কোরবানি, যে শহীদ এবং আহত তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের সাংবিধানিক ভিত্তি রচনার জন্য জুলাই সনদ আমাদেরকে অবশ্যই স্বাক্ষর করতে হবে। এই গণঅভ্যুত্থানের যে চেতনা ছিল সেটি হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ, চেতনা ছিল ন্যায়বিচারের বাংলাদেশ। চেতনা ছিল আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। সুতরাং সেই চেতনাকে ধারণ করে, আগামী দিনে সুখী সমৃদ্ধশালী ও একটি মানবিক ন্যায়বিচারের বাংলাদেশের রূপরেখা জুলাই সনদের মধ্যে সংরক্ষিত করতে হবে। ছাত্রসমাজ শিক্ষক কর্মকর্তা কর্মচারী আলেম-ওলামা স্কুল কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জুলাই আন্দোলনের প্রবাসী যারা অবদান রেখেছেন তাদেরকেও সম্পৃক্ত করতে হবে।