বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, পিআর পদ্ধতির দাবি আদায় না হলে আবারো জনগণ রাজপথে নেমে আসবে। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন বাস্তবায়নের জন্য প্রয়োজনে আবার জুলাই আসবে। জুলাই চেতনাই হচ্ছে, ক্ষমতা নয় জনতা। জনতা যেভাবে চায় রাষ্ট্র সেভাবেই পরিচালিত হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ থানার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, দেশের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কার স্বার্থে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিচ্ছে না জনগণ সেটি জানতে চায়।
ড. হেলাল উদ্দিন বলেন, সরকারের ভূমিকায় ইতোমধ্যেই জনমনে সংশয় তৈরি হয়েছে। নির্বাচিত রাজৈনৈতিক সরকার জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই সনদ বাস্তবায়ন করবে এটি জাতি বিশ্বাস করে না। কারণ, নির্বাচিত রাজনৈতিক সরকার দ্বারাই রাষ্ট্র কাঠামো ধ্বংস হয়েছে। রাজনৈতিক স্বার্থে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ব্যবহার করার ফলে রাষ্ট্র কাঠামোর সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। যারা রাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে দিয়েছে তাদের দ্বারা কখনোই রাষ্ট্র সংস্কার সম্ভব নয়।
তিনি বলেন, অতীতের রাজনৈতিক সরকারগুলো কেউ দুর্নীতিতে দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে, কেউ লুটপাটের মাধ্যমে বিদেশে বেগম পাড়া গড়ে তুলেছে। এসব দলের দ্বারা নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করতে হবে।
তিনি আরো বলেন, জুলাই বিপ্লব পরবর্তী পুরো জাতি অন্তর্বর্তীকালীন সরকারের ওপর যেই আস্থা ও বিশ্বাস রেখেছে, সেই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষায় জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করা অন্তর্বর্তীকালীন সরকারের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে জাতির সাথে বিশ্বাসঘাতকতার শামিল হবে। জনগণ কোনো বিশ্বাসঘাতককে ছেড়ে দেয় না, দেবে না।
ডাকসু নির্বাচন নিয়ে ভুয়া ও হয়রানিমূলক রিটকারীর শাস্তি নিশ্চিত করা জরুরি মন্তব্য করে ড. হেলাল উদ্দিন বলেন, ডাকসু নির্বাচন বানচাল করতে যেভাবে ভুয়া ও হয়রানিমূলক রিট দায়ের হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতেও এমন আরো ভুয়া রিট দায়ের হতে পারে। ভুয়া ও হয়রানিমূলক রিট বন্ধে আদালতের উচিত ভুয়া রিটকারীর শাস্তি নিশ্চিত করা। ভুয়া ও হয়রানিমূলক রিট দায়ের হলে একদিকে আদালতের মূল্যবান সময় নষ্ট হয় অপরদিকে মানুষ হয়রানির শিকার হয়। তাই ভুয়া ও হয়রানিমূলক রিটকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে তিনি আদালতের বিচারকদের প্রতি আহ্বান জানান।
শাহবাগ পূর্ব থানা আমির আহসান হাবীবের সভাপতিত্বে ও শাহবাগ পশ্চিম থানা আমির অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে শাহবাগ পূর্ব ও পশ্চিম থানা নায়েবে আমির, সেক্রেটারিবৃন্দ এবং মজলিসে শূরা ও কর্মপরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



