সমালোচনার পাশাপাশি অর্থনীতির ইতিবাচক দিকগুলোও তুলে ধরার আহ্বান অর্থ উপদেষ্টার

সোমবার রাজধানীতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নয়া দিগন্ত অনলাইন
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ |সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনার সমালোচনার পাশাপাশি এর অর্জন ও ইতিবাচক দিকগুলোও তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইতিবাচক দিকগুলো তুলে ধরা উচিত কেন না বিভিন্ন সূচকে দেশের অর্থনৈতিক অগ্রগতি স্পষ্ট।

তিনি বলেন, ‘অর্থনীতিতে কোনো ভালো দিকই কি দেখতে পান না? গত কয়েক মাসে যে-সব অগ্রগতি হয়েছে, তা দেখার জন্য অন্তর্দৃষ্টি প্রয়োজন।’

সোমবার রাজধানীতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও কাস্টমস সংক্রান্ত নীতিমালার ওপর ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে যে পরিবর্তন আনা হয়েছে তা গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরতেই এই সেমিনারের আয়োজন করা হয়। একইসাথে ২০২৫-২৬ করবর্ষের জন্য ই-রিটার্ন দাখিল কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।

এনবিআর চেয়ারম্যান মো: আবদুর রহমান খানের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আখতার মালা।

অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু ছোটখাটো ভুল থাকতে পারে, ‘তবে ভালো কাজের প্রশংসা করা হলে তা আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে। তবুও, সমালোচনার স্বাধীনতা আপনাদের আছে।’

তিনি বলেন, ‘আমাদের দেশে কিছু জুনিয়র অর্থনীতিবিদ আছেন যারা কোনো ভালো দিক দেখতে পান না। তাদের মানসিকতা বদলাতে হবে। ভালো কিছু দেখতে চাইলে পাবেন। আর দেখতে না চাইলে আমরা কিছুই দেখতে পাব না।’

ড. সালেহউদ্দিন আরো বলেন, কেউ যদি ভালো দিকগুলো তুলে ধরেন, তাহলে তা সবার জন্যই ইতিবাচক প্রভাব বয়ে আনবে। সরকারের ইতিবাচক দিকগুলো আরো বেশি তুলে ধরতে তিনি গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান।

তিনি বলেন, ‘ভুলগুলো কম দেখি, বরং চেষ্টা করি গ্লাসটাকে অর্ধেক পূর্ণ হিসেবে দেখতে, অর্ধেক খালি হিসেবে নয়।’

ই-রিটার্ন ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘এনবিআর চমৎকার একটি কাজ করেছে। শুধু রাজস্ব আদায় নয়, এনবিআর দেশের ব্যবসা-বাণিজ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

তিনি বলেন, সময় এসেছে সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার। আইন ও নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। ব্যক্তিগত রাগ বা পক্ষপাতমূলক আচরণ যেন এ পথে বাধা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

রাজস্ব আদায়ে এনবিআর কর্মকর্তাদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে তিনি বলেন, ‘এনবিআরের প্রশংসা সবাই করে, এমনকি প্রধান উপদেষ্টাও এনবিআরের কাজের প্রশংসা করেন।’

এদিকে, এনবিআর জানিয়েছে, চলতি করবর্ষ ২০২৫-২৬ থেকে দেশের সকল ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ নাগরিক, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি (প্রমাণপত্র সাপেক্ষে), প্রবাসী বাংলাদেশী করদাতা এবং মৃত করদাতার আইনানুগ প্রতিনিধিদের জন্য কাগজে রিটার্ন জমা দেয়ার সুযোগ বহাল থাকবে।