রাজধানীতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

নয়া দিগন্ত অনলাইন
আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার
আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার |সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

মঙ্গলবার (৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার হওয়া নেতাকর্মীরা হলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক মো: হাবিবুর রহমান (৬০), নোয়াখালী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: জাহিদুল ইসলাম পারভেজ (৪৩), মিরপুর ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ দফতর সম্পাদক মো: মজিবর রহমান (মেম্বার) (৪৭), আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক জিয়াউল হক জিয়া (৪০), নবাব কাটরা ইউনিট যুবলীগের সহসভাপতি মো: কলিম (৫২), কদমতলী থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উজ্জ্বল, চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মো: রেদওয়ান খান বোরহান (৫০), ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান (৩৩), ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউল গনি কৌশিক (৩৪), কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এরশাদুর রহমান রিফাত (৩১), চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম (৫৭) এবং ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন পলাশ (৪২)।

গ্রেফতার হওয়া নেতাকর্মীদের বিরুদ্ধে আইনিব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। বাসস