ঢাকায় এখনো ঈদের আমেজ

ঢাকার প্রবেশ পথগুলোতে বাস ও ব্যক্তিগত গাড়ির কিছুটা চাপ লক্ষ্য করা গেছে।

নয়া দিগন্ত অনলাইন
এখনো ঢাকার সড়কগুলোতে রয়েছে নিরবতা
এখনো ঢাকার সড়কগুলোতে রয়েছে নিরবতা |ইন্টারনেট

পবিত্র ঈদুল আজহার পাঁচ দিন পরও ঢাকায় রয়ে গেছে ঈদের আমেজ। এখনো ঢাকার সড়কগুলোতে রয়েছে নিরবতা। সিগন্যালগুলোতে নেই গাড়ির চাপ। এখনো খোলেনি ঢাকার বেশিরভাগ শপিংমল।

আজ বৃহস্পতিবার ঢাকার গুলশান, বাড্ডা, ফার্মগেইট, বিজয় সরণি, মহাখালী, পল্টন, গুলিস্তান, কাকরাইল, শাহবাগ এলাকা ঘুরে এসব দৃশ্য দেখা যায়। তবে ঢাকার প্রবেশ পথগুলোতে বাস ও ব্যক্তিগত গাড়ির কিছুটা চাপ লক্ষ্য করা গেছে।

গুলশান এভিনিউ সড়কে প্রাইভেটকারের আধিক্য লক্ষ্য করা গেছে। সড়কে অন্যান্য যানবাহনের সংখ্যা কম। রাইড শেয়ারিংয়ের কিছু বাইক দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কিছু ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। এই এলাকার শপিংমলগুলোর গেইট খোলা থাকলেও বেশিরভাগ দোকান বন্ধ। তবে রেস্টুরেন্ট ও কফি শপগুলোতে মানুষের আনাগোনা দেখা গেছে।

মেট্রোরেলে যাত্রীর সংখ্যা অপেক্ষাকৃত কম থাকলেও সবগুলো ট্রেন ছিল যাত্রীপূর্ণ। মিরপুর থেকে আসা রুবিনা নাজনীন জানান, ঈদে সড়কে চাপ কম থাকলেও মেট্রোতে অনেক যাত্রী যাতায়াত করছেন। তবে ঈদের একটি আমেজ কিন্তু দেখা যাচ্ছে মেট্রোতে।

গুলিস্তান এলাকায় ফুটপাতে কিছু দোকান খুললেও বেশিরভাগ দোকান এখনো বন্ধ। আলমগীর হোসেন নামের এক দোকানি বলেন, ঈদের ছুটি কাটিয়ে এখনো মানুষ ঢাকায় ফেরেনি। মানুষ থাকলে আমাদের ব্যবসা। মানুষ পুরোপুরি ঢাকায় চলে এলে আমাদের ব্যবসা ভালো হবে।

পুরানা পল্টন, কাকরাইল এলাকায় কিছু চশমা ও গাড়ি মেরামতের দোকান খোলা থাকতে দেখা যায়।

রাজধানীর ফুলবাড়িয়া ক্রসিংয়ের ট্রাফিক সার্জেন্ট মো: সিরাজুল ইসলাম বলেন, সড়কে গাড়ির তেমন কোনো চাপ নেই। সবকিছু একদম নরমাল। আমরা তারপরও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছি।

সূত্র : বাসস