দেশের শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে একটি স্বতন্ত্র ‘শিশু অধিদফতর প্রতিষ্ঠা’ সময়ের দাবি।
আজ সোমবার নারী উন্নয়ন শক্তির সভাকক্ষে জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আলোচকরা এই কথা বলেন।
নারী ও শিশু উন্নয়নে সক্রিয় পাঁচটি সংগঠন নারী উন্নয়ন শক্তি, ইয়াং উইম্যান ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট, ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট, সি-লিড, ফোরাম নারী মঞ্চ ও বাংলাদেশ শিশু অধিকার ফোরাম যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।
সভায় সভাপতির বক্তব্য প্রদান করেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। আলোচক হিসেবে আরো বক্তব্য রাখেন ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের সভাপতি সাহিদা ওয়াহাব, ইয়াং উইম্যান ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেটের প্রোগ্রাম অফিসার সেলিনা খাতুন, সিলিডের সদস্য এবং ফোরাম নারী মঞ্চের পরিচালক সেলিনা আক্তার, বাংলাদেশ শিশু অধিকার ফোরামের প্রতিনিধি আব্দুল মোমিন প্রমুখ।
আলোচকবৃন্দ বলেন, দেশের শিশুদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, মানসিক বিকাশ ও অধিকার নিশ্চিত করতে একটি স্বতন্ত্র ‘শিশু অধিদফতর’ প্রতিষ্ঠা সময়ের দাবি। বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা শিশু অধিকার সংশ্লিষ্ট কাজ করলেও একটি সমন্বিত নীতিগত কাঠামো না থাকায় অনেক ক্ষেত্রেই শিশুদের অধিকার সুরক্ষা ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বক্তারা বলেন, বাংলাদেশে শিশু শ্রম, নির্যাতন, পাচার, বাল্যবিবাহ ও অনলাইন সহিংসতার মতো সমস্যা প্রতিনিয়ত বাড়ছে। এসব সমস্যা সমাধান এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারি পর্যায়ে একটি কেন্দ্রীয় ও কার্যকর নীতিনির্ধারণী প্রতিষ্ঠান গঠন অপরিহার্য।
সভা শেষে পাঁচটি সংগঠন যৌথভাবে সরকারের কাছে দ্রুত ‘জাতীয় শিশু অধিদফতর’ প্রতিষ্ঠার জোর দাবি জানান এবং এ বিষয়ে নীতিনির্ধারকদের সাথে সংলাপ, সচেতনতামূলক প্রচারাভিযান ও নাগরিক অংশগ্রহণমূলক কার্যক্রম গ্রহণের ঘোষণা দেন।