ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে চট্টগ্রামে থাকা ছয়টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। সেইসাথে তার মালিকানাধীন আরো আটটি কোম্পানির যন্ত্রাপাতি জব্দের আদেশও দেয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো: সাব্বির ফয়েজ রোববার (৫ অক্টোবর) এই আদেশ দেন।
আওয়ামী লীগ শাসনামলে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে তৎকালীন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে।
দুর্নীতি দমন কমিশন ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
এরই পরিপ্রেক্ষিতে গত ২৮ আগস্ট সাইফুজ্জামান চৌধুরীর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির ১২০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেয় আদালত।
তার আগে, ৯ জুলাই সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থসংশ্লিষ্ট ২৬ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেয় আদালত।



