সন্ত্রাস দমন আইন

সাবেক ২ এমপিসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

সুনির্দিষ্ট অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনের আওতায় এই গ্রেফতার অভিযান পরিচালিত হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ফয়জুর রহমান বাদল ও তামান্না নুসরাত বুবলী
ফয়জুর রহমান বাদল ও তামান্না নুসরাত বুবলী |সংগৃহীত

সন্ত্রাস দমন আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সাবেক এমপিসহ ১৩ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতসহ গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দুই সাবেক এমপি হলেন- ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল এবং সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি (৩২৪) তামান্না নুসরাত বুবলী।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনের আওতায় এই গ্রেফতার অভিযান পরিচালিত হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।